ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
বেতাগীতে নির্বাচনেসকল প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে

বেতাগীতে নির্বাচনেসকল প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চন উপলক্ষে বরগুনার বেতাগীতে "সকল প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে " বলে মন্তব্য করেছেন বেতাগী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহবুবুর রহমান।

গত মঙ্গলবার বেতাগী প্রেস ক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক অলি আহমেদ এবং সদস্য সাংবাদিক আরিফ সুজন সাথে মতবিনিময় কালে ওসি মাহবুবুর রহমান এসব কথা বলেন।

বেতাগীতে উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১২ জনকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

উপস্থিত সাংবাদিকবৃন্দকে ওসি মাহবুবুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে বেতাগী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা ও নির্বাচন কমিশনের বিধি মোতাবেক আইনশৃংখলা রক্ষায় কাজ করবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিধানে পুলিশ বদ্ধপরিকর।

এসময় তিনি সকল প্রার্থীবৃন্দকে নির্বাচন আচারন বিধি মেনে প্রচার -প্রচারনায় অংশ নেয়ার আহবান জানান। পাশাপাশি কর্মী সমর্থকদের উদ্দেশ্য বলেন, নির্বাচন উপলক্ষে বেতাগীতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তাই এই পরিবেশ বজায় রাখার পাশাপাশি বলেন কেউ কোন বিশৃঙ্খলার চেষ্টা করলে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

এছাড়াও ওসি মাহবুবুর রহমান জানান, বেতাগীতে বাল্য বিবাহ প্রতিরোধে, মাদক নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।

তিনি আরো বলেন, কিশোর গ্যাং কালচার বন্ধে, মোবাইল আসক্তসহ বিভিন্ন বিষয় নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা সভা এবং কমিউনিটি/বিট পুলিশং মাধ্যমে সাধারণ মানুষকে অপরাধ মূলক প্রবনতায় বিষয় জনসচেতনতামূলক কাযক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বেতাগী মডেল থানার আঙ্গানিনাকে সবুজের সমারোহ এবং বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং শাকসবজি চাষ করা হয় বলে তিনি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন