ডার্ক মোড
Tuesday, 21 May 2024
ePaper   
Logo
বেতাগীতে খুলে দেওয়া হয়েছে তালগাছিয়া খালের বাঁধ

বেতাগীতে খুলে দেওয়া হয়েছে তালগাছিয়া খালের বাঁধ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে খুলে দেওয়া হয়েছে তালগাছিয়া খালের বাঁধ। খাল কাটার নামে খালে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টির অভিযোগে অবশেষে তা কেটে দেয় উপজেলা প্রশাসন। ফলে কৃষকদের মাঝে বইছে আনন্দ।

শুক্রবার দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভ’মি) সরজমিনে দেশান্তরকাঠী এলাকায় উপস্থিত হয়ে স্থানীয় কৃষকদের নিয়ে স্বেচ্ছাশ্রেমের ভিত্তিতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী এলাকায় তালগাছিয়া খালের বাঁধ কেটে দেন।

জানা গেছে, কৃষকেদের সেচ সুবিধার জন্য ৮ কিলোমিটার পুরানো তালগাছিয়া খাল কাটার কর্মসূচি হাতে নেয় এলজিইডি। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ: ছত্তার মল্লিক, আওয়ামী লীগ নেতা সালাম শরীফ, ইউপি সদস্য মজিবর খন্দকার ও তাদের লোকজন কাজটি বাস্তবায়ন করে।

জোয়ার-ভাটার এ খালে গত ৩ মাস ধরে খাল কাটার নামে বাধ দিয়ে খালের পানি আটকিয়ে রাখে, এতে তীব্র গরমের ভেতর পনির কষ্টে মানুষের দুর্ভোগের শেষ ছিলো না। এমনকি সাধারন মানুষ গোসলের পানিও পায়নি, কাপড় চোপড়,থালা বাসন ধোয়ার পানি ছিলো না,শুকিয়ে রয়েছে পুকুর, ফলে চরম দুর্ভোগে পড়ে স্থানীয় শত শত বাসিন্দারা।

এখানেই শেষ নয়, প্রায় ১ হাজর ৫০০ একর জমিতে বোরো চাষ ব্যহত ও আউশ আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে ছিল। কৃষকদের অভিযোগ, খাল কাটার জন্য বাঁধ দিয়ে জমি শুকিয়ে রেখে বিক্রির জন্য ইটভাটায় সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছিল।
সরেজমিনে দেখা যায়, তালগাছিয়া খালের গোড়ায়দিকে বাঁধ দেওয়ার ফলে ঐ এলাকায় খালে পানির প্রবাহ নেই। এতে ঐ এলাকায় পানির অভাবে শত শত মানুষ চরম কষ্ট পেয়েছে। কৃষকদের বোরো চাষ ব্যহত ও আউশ আবাদ করতে পারছেন না। এমনকি রবি মৌসুমেও সবজি চাষাবাদ করতে পারেনি। গত ফ্রেরুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত খননযন্ত্র দিয়ে খালের মাটি কেটে তা ইট ভাটায় বিক্রি করে আসছে।

কৃষক বেল্লাল খা, নিজাম খা, সুলতান, মোনাসেফ জানান, ঐ এলাকার প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টির করে ফলে খালে পানি না থাকায় কৃষকদের চাষাবাদ ও দৈনন্দিন কাজে পানির অভাবে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছিলো। খালের মাটি কেটে তা ইট ভাটায় বিক্রি করে কিন্ত প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে পারতো না। বাঁধ কেটে দেওয়ার জন্য তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।

নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান,‘ প্রভাবশালীরা ফসলি জমি ও চরম ক্ষতির সম্মুখীন করছেন স্থানীয়দের বাসিন্দাদের। এখন আউশ আবাদেও অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন। প্রভাবশালী নিজেরা বাঁধ সরিয়ে না নিলে প্রশাসন বাধ্য হয়ে কৃষকদের নিয়ে সেই বাঁধ কেটে দিয়েছেন। এতে স্থানীয় মানুষ অনেক লাভবান হয়েছে।

উপজেলার বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ: ছত্তার মল্লিক বলেন,‘ কৃষকের চাষাবাদের সুবিধার্থে খাল খননের জন্য বাঁধ দিয়েছি। দ্রুত খালটির খনন কাজ সম্পন্ন করতে চেস্টা চালাচ্ছি। তবে এতে কারও ক্ষতি হচ্ছে না।’

বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বিপূল সিকদার বলেন, প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় স্থানীয় কৃষক ও মানুষের ক্ষতি করেছেন, এমন দাবি করে স্থানীয়রা লিখিত অভিযোগ করায় খালে বাঁধ কেটে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘব ও কৃষকদের চাষাবাদের সুবিধার্থে খালের বাঁধ কেটে দেওয়া হয়েছে।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ বলেন, অবৈধভাবে খালের পানি প্রবাহ বন্ধ করে বাধ নির্মাণ করায় মানুষ কস্টের শিকার ও চাষাবাদ ব্যহত হচ্ছিল। তাই কৃষকদের সাথে আলোচনা সাপেক্ষে খালের বাধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের উদ্যোগ ও অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন