লক্ষ্মীপুরে ২ উপজেলায় নির্বাচন সাংবাদিক কার্ডে ইস্যুতে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রায়পুর ও কমলনগর উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপক্ষে প্রশাসনের পক্ষ নিরাপত্তা ব্যবস্থা সহ সকলের ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।
তবে সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড প্রদান অনিয়মের অভিযোগ তুলেছে অনেকে। মূলধারা সাংবাদিকদের কার্ড প্রদানে হয়রানি এবং সাংবাদিক পেশায় নেই শিক্ষক, রাজনৈতিক নেতা, এমপি মেয়রের নামেও সাংবাদিক কার্ড ইস্যু করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত। ২০ মে আবেদনের প্রেক্ষিতে মূল ধারার সাংবাদিক রেগে আগে ভাগে রাজনৈতিক নেতা, শিক্ষক নেতা ও মেয়রের নামে কার্ড ইস্যু করে দেয় জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখার মো: মামুনুর রশিদ।
তিনি মূল ধারা অনেক সাংবাদিকের গাড়ি অনুমতি না দিয়ে রায়পুর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, তার আপন ভাই নুর উদ্দিন ভাট শিপলু,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুদ্দিন বাবুল, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা বেলায়েত হোসেনের নামে সাংবাকিতার কার্ড ইস্যু করা হয়েছে।
এ নিয়ে সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযোগের ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জানান, রায়পুর মেয়রের নামে সাংবাদিক কার্ড ইস্যু পরে তা বাতিল করা হয়েছে। শিক্ষক নেতা ও রাজনৈতিক কারোর নামে কার্ড ইস্যু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বান দেন তিনি। এছাড়া মূলধারা কোন সাংবাদিক বাদ পড়লে তিনি রাতেই মধ্যে ইস্যু করে দিবেন বলে জানান।