
বেতাগীতে অবৈধভাবে কাটা সরকারি গাছ জব্ধ
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার ২টি আকাশমণি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ আগস্ট) বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী ঝোপখালী গ্রামের মো: বশির সিকদার বলেন, সোমবার দুপুরে আমি এই পথ দিয়ে লক্ষ্ীপুরা বাজারে যাবার সময় এই গাছ দুটি কাটতে দেখি। স্থানীয় দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদার গাছগুলো কাটতেছিল। তবে কার নির্দেশে তাঁরা গাছগুলো কেটেছে তা আমি জানি না।
আরেক প্রত্যক্ষদর্শী মো. শাহজাহান বলেন, সোমবার দুপুরে আমি দুইজন লোককে রাস্তার পাশের দুটি আকাশমণি গাছ কাটতে দেখি। তাঁদের কাছে আমি গাছ কাটার কারন জানতে চাইলে তাঁরা জানান গাছগুলো মরে যাওয়ায় তাঁরা সেগুলো কেটেছে। এর বেশি আমি কিছু জানি না। তবে সরকারি রাস্তার গাছ কাটার কারণ জানতে দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
বেতাগী উপজেলা বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যাই। তবে তাঁর আগেই গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছিল। স্থানীয় একটি মিল থেকে আমরা কাটা গাছগুলো উদ্ধার করে অফিসে নিয়ে আসি। কে বা কারা গাছগুলো কেটেছে তা এখনও সনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।