ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
বিশ্বকাপের আগে ডোপিংয়ে নিষিদ্ধ কোস্টারিকার গ্যালো

বিশ্বকাপের আগে ডোপিংয়ে নিষিদ্ধ কোস্টারিকার গ্যালো

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এরই মাঝে দুঃসংবাদ শুনতে হলো বিশ্বকাপে অংশ নেওয়া দল কোস্টারিকাকে। দলটির অভিজ্ঞ ফুটবলার অরল্যান্ডো গ্যালো ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফিফা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

গেল শনিবার ফিফা ডোপিং লঙ্ঘনের জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এ কারণে কোস্টারিকার বিশ্বকাপে দলে থাকবেন না মিডফিল্ডার গ্যালো। ইংল্যান্ডের নামকরা এক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ফিফার এক কর্মকর্তা বলেছেন, ‘অ্যান্টি-ডোপিং রেগুলেশন অনুযায়ী অরল্যান্ডো গ্যালো ক্যালডেরনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

এর আগে কোস্টারিকার ফুটবল ফেডারেশন (এফসিআরএফ) গেল সপ্তাহের মঙ্গলবার জানিয়েছিল, সেপ্টেম্বরে একটি র‍্যান্ডম টেস্টে গ্যালো নিষিদ্ধ পদার্থের জন্য পজিটিভ এসেছিল। এবার আসলো এই খবর।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৩ নভেম্বর স্পেনের বিপক্ষে মাঠে নামবে কোস্টারিকা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন