ডার্ক মোড
Wednesday, 15 May 2024
ePaper   
Logo
দুর্ঘটনায় নিহত সালার জন্য ৫ বছর পর ক্ষতিপূরণ দাবি কার্ডিফের

দুর্ঘটনায় নিহত সালার জন্য ৫ বছর পর ক্ষতিপূরণ দাবি কার্ডিফের

স্পোর্টস ডেস্ক

২০১৯ সালের জানুয়ারি মাস। ফুটবল দুনিয়াকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমান আর্জেন্টিনার উদীয়মান স্ট্রাইকার এমিলিয়ানো সালা। ফ্রেঞ্চ ক্লাব নঁতের খেলোয়াড় ছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কার্ডিফ সিটি এফসির সঙ্গে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলবদল সেরেছিলেন। কার্ডিফ সিটি নিজেদের ইতিহাসে রেকর্ড গড়ে দলে টেনেছিল এই স্ট্রাইকারকে।

কিন্তু দুর্ভাগ্য সালার। নঁতে থেকে সতীর্থদের বিদায় জানিয়ে একটি ছোট বিমানে উঠেছিলেন তিনি। কিন্তু ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার পর যান্ত্রিক গোলযোগে সাগরে আছড়ে পড়ে সেই বিমান। সেখানেই প্রাণ হারিয়েছিলেন তিনি। সেই দুর্ঘটনার প্রায় ৫ বছর পরে এসে এবার ফ্রেঞ্চ ক্লাবের কাছে ক্ষতিপূরণ চাইল কার্ডিফ সিটি এফসি।

কার্ডিফ সিটি শীতের দলবদলে সালাকে দলে এনেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন এড়াবার জন্যে। কিন্তু সেটা আর হয়নি। কার্ডিফ সিটিও পারেনি সেই অবনমন এড়াতে। দীর্ঘদিন পর এবার সেই সূত্রে ফ্রেঞ্চ ক্লাবের কাছে ১২০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ চেয়ে নঁতের বাণিজ্যিক আদালতে অভিযোগ দায়ের করেছে ওয়েলশভিত্তিক ক্লাবটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানি অ্যানালিটিকস এফসির এক বিশ্লেষণে দেখা যায়, সালা বেঁচে থাকলে তার গোলের সুবাদে ৫৪.২ শতাংশ সম্ভাবনা ছিল কার্ডিফ সিটি অবনমন এড়াবে। পরবর্তীতে একটি আর্থিক প্রতিষ্ঠানের গণনায় জানা যায়, সালার অনুপস্থিতিতে অবনমন হওয়ায় আর্থিক এবং সম্মানজনিত ক্ষতির মুখে পড়েছে কার্ডিফ সিটি। যার বাজারমূল্য ১২০ মিলিয়ন ইউরো।

মূলত সেই অর্থের দাবি করেই নঁতের বিপক্ষে অভিযোগ করেছে কার্ডিফ সিটি। নঁতেও অবশ্য ছাড় দেয়নি। ফ্রেঞ্চ গণমাধ্যম লেকিপের দাবি, নঁতেও পালটা অভিযোগ দায়ের করেছে কার্ডিফের বিপক্ষে। নৈতিক ক্ষতিপূরণ দাবি করে এই অভিযোগ দায়ের করেছে ফ্রেঞ্চ ক্লাবটি।

২০১৯ সালের ২১ জানুয়ারি এমিলিয়ানো সালাকে বহনকারী প্রাইভেট বিমান ইংলিশ চ্যানেলের ওপর থাকা অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে সাগরে আছড়ে পড়ে। ব্যাপক প্রচেষ্টার পর ৩০ জানুয়ারি সেই বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। ফেব্রুয়ারির ৪ তারিখ ডুবন্ত সেই প্লেন থেকে একটি লাশ উদ্ধার করা হয়।

৭ ফেব্রুয়ারি পরীক্ষা শেষে জানা যায় উদ্ধারকৃত সেই দেহাবশেষ এমিলিয়ানো সালার। এরপর ১৬ ফেব্রুয়ারি নিজ এলাকা প্রগ্রেসোতে সমাহিত করা হয় তাকে। যদিও সেই বিমানের পাইলট ডেভিড ইবটসনের সন্ধান আর কখনোই পাওয়া যায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন