ডার্ক মোড
Saturday, 18 October 2025
ePaper   
Logo
বামনায় এইচ.এস,সি পরীক্ষায় ফেল করায় এক ছাত্রের বিষপানে আত্মহত্যা

বামনায় এইচ.এস,সি পরীক্ষায় ফেল করায় এক ছাত্রের বিষপানে আত্মহত্যা

 
 
মোঃ শাকিল আহমেদ বামনা(বরগুনা) 
 
বরগুনার বামনায় ২০২৫ সালের এইচ.এস,সি
পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে ইয়াছিন আরাফাত নামের এক শিক্ষার্থী।
 
ঘটনার বিবরণে জানাযায় বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় যাদবপুরা গ্রামের আবুল হোসেন ফরাজীর ছেলে মোঃ ইয়াছিন আরাফাত এইচ.এস,সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংবাদে নিজেদের ঘরে বিষ পান করে আত্মহত্যা করেছে। 
 
আরাফাত কীটনাশক পানের পর প্রথমে বামনা  হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয়। আরাফাত দুই ভাই ও  দুই বোনের মধ্যে সে সবার ছোট ছিলো। 
 
আরাফাত আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচ.এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন