ডার্ক মোড
Tuesday, 30 April 2024
ePaper   
Logo
বাফুফে নির্বাচনের আগে চলছে জেলার নির্বাচন

বাফুফে নির্বাচনের আগে চলছে জেলার নির্বাচন

নিজস্ব প্রতিনিধি

চলতি বছর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। বাফুফের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হবে সামনের অক্টোবরে। বাফুফের নির্বাচনে সর্বাধিক ভোট জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের। সেই অ্যাসোসিয়েশনগুলোর চার বছর মেয়াদ শেষের পথে। তাই বিভিন্ন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে চলছে নির্বাচন।

সম্প্রতি বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে অবশ্য ভোটাভুটির প্রয়োজন হয়নি। জাকির হোসেন চৌধুরীর নেতৃত্বে প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জাকির হোসেন চৌধুরী গত বাফুফে নির্বাচনে সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার নিজ জেলা ফুটবল এসোসিয়েশনে সভাপতি নির্বাচিত হয়েছেন।

বাফুফের নির্বাহী সদস্য নিজ জেলা ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বলেন, 'আমাদের জেলার অনেকেই প্রিমিয়ার, চ্যাম্পিয়নশিপ লিগ সহ অনেক লিগে খেলছে। বাগেরহাট থেকে জাতীয় দলের ফুটবলার তৈরি করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা নতুন উদ্দমে কাজ করব।'

জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটি বাফুফে নির্বাচনে স্ব স্ব জেলায় একজন করে কাউন্সিলর মনোনীত করবে। ঘরোয়া ফুটবলে অংশগ্রহণকারী ক্লাব ও বিভিন্ন সংস্থাও একজন করে কাউন্সিলর মনোনয়ন করে বাফুফের নির্বাচনে। কাউন্সিলরদের ভোটেই বাফুফে নির্বাহী কমিটি নির্বাচিত হয়।

২০০৮ সাল থেকে বাফুফে নির্বাচন ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২০ সালে করোনার জন্য ফিফার কাছ থেকে অতিরিক্ত ছয় মাস মেয়াদ বৃদ্ধি করেছিল বাফুফে। তাই ২০২০ সালে নির্বাচন পাঁচ মাস পিছিয়ে অক্টোবরে অনুষ্ঠিত হয়। বাফুফের নির্বাচন পাচ মাস পিছিয়ে অনুষ্ঠিত হলেও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনগুলো ২০২০ সালে এপ্রিলের দিকেই হয়েছিল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন