ডার্ক মোড
Monday, 30 December 2024
ePaper   
Logo
বান্দরবানে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

বান্দরবানে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

সোহেল কান্তি নাথ, বান্দরবান

পার্বত্যাঞ্চলের দূর্গম এলাকার ছেলে-মেয়েদের ক্রীড়ামুখী করতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে বান্দরবান সেনা জোনের ৫ই বেঙ্গলের তত্ত¡াবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংলাই আর্মি ক্যাম্প ও ডুলুপাড়া আর্মি ক্যাম্প এর অধীনে সদর উপজেলার মহেন্দ্র পাড়া, দুলুপাড়া এবং আমতলী পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের মাঝে ক্রীড়া সামগ্রী দেয়া হয়।

যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই যুব সমাজকে ক্রীড়ামুখী করতে আমাদের এই উদ্যোগে। বাংলাদেশ সেনাবাহিনী তথা বান্দরবান জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

এদিকে এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় সকল স্তরের জনগণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন