ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
বাঘা মডেল প্রেসক্লাবের সভাপতি বাবু সাঃ সম্পাদক হাবিল উদ্দিন

বাঘা মডেল প্রেসক্লাবের সভাপতি বাবু সাঃ সম্পাদক হাবিল উদ্দিন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর "বাঘা মডেল প্রেসক্লাবে"র কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৩-২০২৬) কমিটি গঠন হয়েছে। সভাপতি পদে মো.শাহানুর আলম বাবু ( দৈনিক আমাদের সময়/ আমাদের রাজশাহী) এবং সাধারণ সম্পাদক পদে মো.হাবিল উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ/ দৈনিক স্বতকন্ঠ) সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাঘা মডেল প্রেস ক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস‍্যরা হলেন, সহ-সভাপতি পদে আবুল কালাম আজাদ (দৈনিক আজকের খবর) (যুগ্ম-সম্পাদক) সাইফুল ইসলাম রবি (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম(দৈনিক আমার বার্তা) অর্থ সম্পাদক আব্দুল হক (চ‍্যানেল ২০, দৈনিক সময়ের কাগজ), দপ্তর সম্পাদক সোহাগ রানা (সংবাদ সারাবেলা), ক্রিড়া সম্পাদক জিল্লুর রহমান (দৈনিক বিজয় বাংলাদেশ /চ‍্যানেল ২৩), প্রচার সম্পাদক ইলিয়াস আহমেদ (দৈনিক তৃতীয় মাত্রা) সাংস্কৃতিক সম্পাদক রাশিদুল ইসলাম (দৈনিক মুক্তালোক/ বিএমটিভি)
কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান ( দৈনিক সমকাল বার্তা) হোসনে আরা( বিডি ট্রিবিউন), কারিশমা কুমাইরা (রাজশাহীর সময় ),এম এস খাতুন (দৈনিক গনখবর),রাসেদুল হক নয়ন( বাংলার নবকন্ঠ), সারোয়ার মাহমুদ ( দৈনিক সোনালী সময়),ইকবাল হোসেন মিলন ( বিডি নিউজ ২৩)।
গত বছর ১০ জুন আহবায়ক কমিটি গঠন করা হয়। আজ সর্ব সম্মতিক্রমে আগামী তিন বছরের জন‍্য পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন