
বাঘায় গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর আত্মহত্যা
বাঘা(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌরসভার ২নং ওয়ার্ডের পাকুড়িয়া (বেলালের মোড়) এলাকায় ভিকটিম ইসরাত জাহান সুমি(১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানা যায়,বৃহষ্প্রতিবার দিবাগত রাতে পরিবারের সবার অগোচরে সে নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ভিকটিমের বাবা জহুরুল ইসলাম জানায়, শুক্রবার (১০ অক্টোবর ) সকাল ৮টার দিকে অনেক ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পেয়ে বড় ছেলে ইমদাদুল ইসলাম এবং স্থানীয় কিছু লোকজনের সহায়তায় শয়ন কক্ষের জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে জানালা দিয়ে রুমের ভিতর প্রবেশ করে ওড়নার গিট খুলে নিচে নামায়।
এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে। ভিকটিমের আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক ভিকটিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা যাচ্ছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন