
ছাতকে থানার তৎপরতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
ছাতক সংবাদদাতা
ছাতক থানা পুলিশের বিশেষ নিশি অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই মোঃ রাহিম, এসআই সোহেল রানা, এসআই শরিফুল আলম, এএসআই সাহাব উদ্দিন, শওকত আলী, নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, সাইফুর, আরিফুজ্জামান ও মোঃ তোহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিদ্যুৎ সিআর-৫৫৯/২৪ (ছাতক) মামলার আসামী মোঃ খিজির ইলী (পিতা—ইলিয়াস মিয়া, সাং—নোয়াগাঁও) এবং বিদ্যুৎ সিআর-৫৫৭/২৪ (ছাতক) মামলার আসামী মোঃ সাকের হোসেন (পিতা—মৃত সোনা মিয়া, সাং—গোয়ালগাঁও), উভয়ই ছাতক উপজেলার বাসিন্দা। শুক্রবার ভোররাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের সময় তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোঃ সফিকুল ইসলাম খান।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন