ডার্ক মোড
Friday, 10 May 2024
ePaper   
Logo
বাউফলে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামুলক সভা

বাউফলে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামুলক সভা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষ বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর বাউফলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলেদের নিয়ে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।

সভা শেষে প্রধান অতিথি ইউনিয়নের ১৫৮০ জন জেলেদের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার , উপজেলা প্রকৌশলী ও ভিজিএফ বিতরনের ট্যাগ অফিসার সুলতান হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সবুজ ,ইউপি সদস্য,শিক্ষক, মসজিদের ইমাম ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন