ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
রামগড়ে পুনরায় চেয়ারম্যান হলেন বিশ্ব ত্রিপুরা, ভাইস চেয়ারম্যানে দুই নতুন মুখ

রামগড়ে পুনরায় চেয়ারম্যান হলেন বিশ্ব ত্রিপুরা, ভাইস চেয়ারম্যানে দুই নতুন মুখ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমধাপে অনুষ্ঠিত রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় দ্বিতীয়বারে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ১৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে তিনি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো: আবদুল কাদের পেয়েছেন ৮ হাজার ৪৪৭ ভোট। এছাড়া ঘোড়া প্রতীকের প্রার্থী কংজঅং মারমা পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মোবারক হোসেন ১০ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতীকে আনোয়ার ফারুক পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট, টিউবওয়েল প্রতীকে নুরুল আমীন পেয়েছেন ৩ হাজার ৮৪৭ ভোট, তালা প্রতীকে শামসুুদ্দিন মিলন পেয়েছেন ৩ হাজার ৫৩২ ভোট ও মাইক প্রতীকে ওমর ফারুক পেয়েছেন ১ হাজার ২২৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা ১৬ হাজার ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বদ্ধি হাসিনা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থাপিত নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র হতে রাত সাড়ে ৯টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জমির উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন, তিনি জবাবদিহি কে জানান, রামগড়ে অনুষ্ঠিত নির্বাচন অত্যান্ত সুষ্ঠু ও নিরেপক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তার দায়িত্বে সকল বাহিনী কাজ করছেন। কোন রকম অনিয়মের ঘটনা ঘটেনি।

নির্বাচন অফিসের তথ্যমতে, রামগড় উপজেলায় এবার ভোটার ছিলো ৪৬ হাজার ৭ শত ১৯জন। ২০ টি ভোট কেন্দ্রের ৯১টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়। এতে ২৪ হাজার ৮১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৫৩ দশমিক ২০ শতাংশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন