ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
বাউফলে জেলেদের মাঝে বাকনা বাছুর বিতরণ

বাউফলে জেলেদের মাঝে বাকনা বাছুর বিতরণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় হতদরিদ্র জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪ -২০২৫ অর্থ বছরে পটুয়াখালীর বাউফল উপজেলা মৎস্য অফিস ৭৫ জন হতদরিদ্র জেলেদের মাঝে বাকনা বাছুর (গরু) বিতারণ করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) সকাল ১০ টায় বাউফল উপজেলা মৎস্য অফিসের সামনে এ বাকনা বাছুর বিতরন করা হয়। এ বাকনা বাছুর বিতরন মূল লক্ষ্য সরকার ঘোষিত জাটকা ইলিশ শিকার বন্ধ কালীন সময়ে নদীতে জাটকা ইলিশ মাছ শিকার না করে বাকনা বাছুর লালন পালন করে জেলেদেরকে সাবলম্বী করার লক্ষ্যে এই বিকল্প কর্মসস্থান তৈরি করা। উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের নৃেপেন্দ্র নাথ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দীন, জেলা মৎস্য কর্মকতা মোঃ কামরুল ইসলাম, বাউফল উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন