ডার্ক মোড
Monday, 10 February 2025
ePaper   
Logo
বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে

বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে

নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রতিনিধি দল গত ১৩ হতে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করেন। এসময় প্রতিনিধি দলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আইএসপিআর আরও জানায়, সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন