ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
বাংলাদেশি বোলারদের প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

বাংলাদেশি বোলারদের প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্যারিবীয় সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয় দেখানো দলটি কি না বল হাতে ঘুরে দাঁড়ানোর পথ দেখায়। স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে দেয় ২৬৫ রানে। এর জন্য প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেটও। বাংলাদেশ ভালো বল করেছে বলে মন্তব্য করেন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে ব্রাফেট বলেন, ‘একটু মন্থর হলেও ব্যাটিংয়ের জন্য উইকেটটা ভালোই ছিল। তবে বাংলাদেশের বোলাররা সত্যিই ভালো বল করেছেন। বিশেষ করে স্পিনাররা ভালো করেছেন। লাইন–লেংথ ধরে রেখেছেন। এখন ম্যাচের তৃতীয় দিনটা খুবই গুরুত্বপূর্ণ।’

অ্যান্টিগায় চলমান টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকেরা ২৬৫ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ২ উইকেটে ৫০ রান করে দ্বিতীয় ইনিংসে। দিন শেষে বাংলাদেশ ১১২ রানে পিছিয়ে রয়েছে।

পেসার খালেদ ক্রেইগ ব্রেথওয়েটকে (৯৪) ফেরান। এটি দলকে খেলায় ফেরাতে সাহায্য করে। স্বাগতিকদের শেষ সাত উইকেট ৬৮ রানের মধ্যে হারিয়ে ফেলে। মিরাজ শেষ ছয় উইকেটের মধ্যে চারটি নিয়েছেন। মিরাজ ৫৯ রানে চার উইকেট নেন। তিনি প্রথম দুই বা তিনটি স্পেলে অবশ্য সাফল্য পাননি।

দ্বিতীয় দিন শেষে মিরাজ বলেন, ‘প্রথম দুই-তিনটি স্পেলে আমি হতাশ ছিলাম। কারণ, আমি সঠিক জায়গায় বল করতে পারছিলাম না। আমার মনোযোগ ফেরাতে সতীর্থ মুমিনুল ও তাইজুল সমর্থন করেছেন। আমার পাশে ছিলেন। ফর্মে ফিরে আসতে সাহায্য করার জন্য তাঁদের কাছে কৃতজ্ঞ।’

বাংলাদেশি স্পিনার আরও বলেন, ‘আমরা এখন বল বাই বল খেলতে চাই। আপনি যদি ভালো খেলতে পারেন, টপ অর্ডার ব্যাটসম্যানেরা শত রানের পার্টনারশিপ পায়, যদি ভালো কিছু পার্টনারশিপ পান, তবে এটি আমাদের সুযোগ এনে দিতে পারে। আমরা ভাবছি আগামীকাল সারাদিন ব্যাট করব এবং ব্যাটারেরা ভালো খেললে আমরা সুযোগ পেতে পারি।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন