ডার্ক মোড
Friday, 03 May 2024
ePaper   
Logo
বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ইইই ডে-২০২৩ উদযাপন

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ইইই ডে-২০২৩ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইইই (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং) ডে-২০২৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ইইই ক্লাব অব এইসএসটিইউ এর আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনে থেকে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইইই বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে দিনটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর সম্মুখে ভাইস-চ্যান্সেলর বেলুন উড্ডয়ন করেন। পরবর্তীতে টিএসসি’র নিচ তলায় আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর আদিবা মাহজাবিন নিতু, ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। সভাপতিত্ব করেন ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জামিল সুলতান, উপস্থাপনা করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান উপস্থিত সকলকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আজকের দিনটি ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপ‚র্ণ দিন। তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশ গঠনে সিএসই অনুষদের শিক্ষার্থীদের অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে। নিজেকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তব্য শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান ইইই এক্সিবিসন ঘুরে দেখেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন