ডার্ক মোড
Wednesday, 06 August 2025
ePaper   
Logo
ফ্যাসিবাদমুক্ত জুলাই দিবসে হাতিয়ায় বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের পৃথক গণমিছিল

ফ্যাসিবাদমুক্ত জুলাই দিবসে হাতিয়ায় বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের পৃথক গণমিছিল

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)
ফ্যাসিবাদমুক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পৃথক পৃথক গণমিছিল করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনটি রাজনৈতিক সংগঠনের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।



মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। হোটেল রেড সী এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাত এবং সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, পৌর বিএনপির সাবেক সম্পাদক আলাউদ্দিন আলো, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।



একইদিন বিকেলে পৃথকভাবে বিশাল গণমিছিল করে উপজেলা জামায়াতে ইসলামী। ওছখালী পুরাতন বাজার থেকে শুরু হয়ে মিছিলটি পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, এবং জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকসহ স্থানীয় নেতারা।
স্থানীয়দের মতে, এটি ছিল গত কয়েক বছরে জামায়াতের সবচেয়ে বড় জনসমাগম। র‌্যালিকে কেন্দ্র করে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নেয়া হয়।

অন্যদিকে, সোমবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতিয়া দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় গণমিছিল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা এতে অংশ নেন।
র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম শরীফ, মাওলানা আবদুল আজিজ, মাওলানা আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা। তারা সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অভিযোগ তুলে বলেন—"গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই গণঅধিকার ফিরিয়ে আনতে হবে।


এই তিনটি রাজনৈতিক দলের পৃথক মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাতিয়ায় বিরোধী দলগুলোর এমন সক্রিয়তা আগামী জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন