
ঈশ্বরদীতে বিএনপি জামায়াতের বিজয় মিছিলে হাজার হাজার নেতা কর্মী
টিএ পান্না, ঈশ্বরদী
আজ ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঈশ্বরদী শহরে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলের নেতৃত্ব প্রদান করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ মালিথা,রেল শ্রমিকলীগ তকন্দ্রিয় কার্যকরী কমিটির সভাপতি আহসান হাবিব,এসএম,ফজলুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর দুলাল ও পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা হাসিনা সরকারের কর্মকান্ডের বিশুদগার তারেক জিয়ার নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রায় দশ হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বের করা বিজয় মিছিলটিতে ঈশ্বরদীর সাত ইউনিয়ন ও পৌর সভার নয় ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা কেন্দ্রিয় বাস টার্মিনালে জমায়েত হয়। পরে বিশাল মিছিলটি রেলগেট জিরো পয়েন্ট থেকে শুরু করে পোস্ট অফিস মোড় হয়ে ও আকবরের মোড় এবং চাঁদ আলীর মোড় হয়ে বাজারের এক নম্বর গেটের সামনে বিশাল পথ সভায় অংশ নেন।
অন্যদিকে দুপুরে পোস্ট অফিস এলাকা থেকে পৃথক বিজয় মিছিল বের করা হয়। এ মিছিলের নেতৃত্ব দেন,পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাবলু, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, দাশুরিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি সৌরভ মালিথা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা রেজাউল করিম ভিপি৷ শাহীন, ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন সহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের সকলস্তরের নেতৃবৃন্দ। অন্যদিকে বিকেলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শহরে আরো একটি বিজয় মিছিল বের করা হয়। পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল । শহরের টেম্পোস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে আলহাজ্ব মোড়ে শেষ করা হয়।