ডার্ক মোড
Sunday, 10 August 2025
ePaper   
Logo
নীলফামারীতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের সমাধিতে শ্রদ্ধা

নীলফামারীতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের সমাধিতে শ্রদ্ধা

 
 
নীলফামারী সংবাদদাতা
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে অভ্যুত্থানে নিহত শহীদদের। এ উপলক্ষে মঙ্গলবার (৫আগস্ট) সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গায় আরাজীপাড়া গ্রামে শহীদ রুবেলের কবরে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোহসীন।
এরপর পর্যায়ক্রমে নীলফামারী পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জুলাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলার বাকি তিন শহীদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন