ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
ফেনী পাসপোর্ট অফিসে দুদক এর অভিযান

ফেনী পাসপোর্ট অফিসে দুদক এর অভিযান

ফেনী প্রতিনিধি

ফেনী পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়'রানি ও ঘু'ষ দাবির অভিযোগে বৃহষ্পতিবার অভিযান চালায় দুদকের নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের একটি অনুসন্ধানী দল।

অভিযানকালে কর্মকর্তা- কর্মচারীর সাথে দালালদের যোগসাজশের সত্যতা পায় দুদকের প্রতিনিধি দল।

এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য জড়িতদের কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলের তথ্য বিশ্লেষণপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অনুসন্ধানী টিম।

জানাগেছে, ফেনী পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সাথে স্থানীয় ট্রাভেল এজেন্সি, ভ্রাম্যমাণ ও পেশাদার দালালদের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট পরষ্পর যোগসাজশে পাসপোর্টের নাম, বয়স ও ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন অযুহাতে টাকা দাবি করে। নির্দিষ্ট সিল ও নাম্বার ছাড়া আবেদন গ্রহণ করেনা। হয়রানির শিকার জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান চালায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন