ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
ফেনী উপজেলা আ. লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফেনী উপজেলা আ. লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি


উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কামাল মজুমদারকে নির্বাচন থেকে সরে যাওয়ার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছেন তৃণমূল নেতারা

বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগ শ্রমিকলীগ যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বর্ধিত সভায় বক্তরা
তাদের বক্তব্যে ফিরোজ মজুমদারকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করে তাঁর পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার ঘোষণা দেন।
এসময় বক্তরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কামাল মজুমদারকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন।

এ সময় কামাল চেয়ারম্যান তাঁর বক্তব্যে তিনবারের উপজেলা চেয়ারম্যান সহ দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ইতিহাস তুলে ধরে বলেন তাঁর রাজনীতিক অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের সিদ্ধান্ত পেলে তৃণমূল নেতাদের সাথে নিয়ে ফিরোজ মজুমদারের পক্ষে নির্বাচন করার প্রতিশ্রুতি দেন।

বর্ধিত সভায় সকল বক্তারা ফিরোজ মজুমদারের দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক অবদানের নানা অবদানের চিত্র তুলে ধরে বলেন ফিরোজ মজুমদারের মত একজন ত্যাগী, প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা প্রার্থী হওয়ায় কামাল মজুমদার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে আরো আগে সরে যাওয়া উচিত ছিল।

এসময় বক্তারা কামাল চেয়ারম্যানের শাসনামলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার নানা ঘটনা তুলে ধরে অনেকে আবেক আপ্লুত হয়ে পড়েন।

এর আগে পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের নেতৃত্বে প্রায় দশ হাজার নেতাকর্মী সমর্থক ফিরোজ মজুমদারের সমর্থনে বাজারে মিছিল করেন।

মিছিলে "দুর্দিনের নেতা ফিরোজ ভাই আমরা তোমায় ভুলি নাই'' "জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত ফিরোজ ভাই চূড়ান্ত'' "নাসিম ভাইয়ের সিদ্ধান্ত ফিরোজ ভাই চূড়ান্ত, "নিজাম হাজারি সিদ্ধান্ত ফিরোজ ভাই চূড়ান্ত ''
'' সাজেল চৌধুরীর সিদ্ধান্ত ফিরোজ ভাই চূড়ান্তসহ ফিরোজ মজুমদারের পক্ষে নানা স্লোগানে পরশুরাম বাজার মুখরিত করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন