ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
প্রতীক বরাদ্দের পরই প্রচারনায় সিলেটের ৮ ইউপির চেয়ারম্যান প্রার্থীরা

প্রতীক বরাদ্দের পরই প্রচারনায় সিলেটের ৮ ইউপির চেয়ারম্যান প্রার্থীরা

সিলেট ব্যুরো

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিলেট সদর ও ফেন্চুগন্জ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় প্রতীক বরাদ্দ সম্পন্ন করে।প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান প্রার্থীরা।

মঙ্গলবার বিকেল থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোট চেয়ে প্রার্থীদের পক্ষে মাইকিংয়ে প্রচারণা শুরু করেন। কখনো স্লোগানে, কখনো সুরে সুরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলে। ব্যস্ততা বেড়েছে ছাপাখানা ও কম্পিউটারের দোকানেও।

১নং সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তয়ফুর রহমান (নৌকা), স্বতন্ত্র ইকবাল আহমেদ খান (ঘোড়া), আক্তার আলী (আনারস)। ২নং মাইজগাও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুবেদ আহমেদ চৌধুরী (নৌকা)। স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বাসিত (মোটরসাইকেল), জুমাদুল করিম চৌধুরীর (চশমা), মুহিত আহমেদ শাহ (আনারস), ইমরান আহমেদ চৌধুরী (ঘোড়া), আহমেদ বেলায়েত আলম (অটোরিকশা)।

৩নং ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আফতাব আলী (ঘোড়া), রুকনুজ্জামান চৌধুরী (চশমা), আমিনুর রহমান (টেবিল ফ্যান), আশরাফ আলী খান (আনারস), বুরহান উদ্দিন সিন্দু (মোটর সাইকেল), শেখ মো. আখতার হোসেন (অটোরিকশা)।

৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুদু মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান (ঘোড়া), আহমেদ জিলু (আনারস), সিরাজুল ইসলাম সাজুল (মোটরসাইকেল)। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনেদ আহমেদ (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন-আবজাল হোসাইন (ঘোড়া), এমরান উদ্দিন (আনারস), জাতীয় পার্টির সুহেল ইসলাম সুহেল (লাঙ্গল)।

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবজাল হোসাইন বলেন, প্রতীক বরাদ্দের পর একটি কম্পিউটারের দোকান থেকে তাৎক্ষণিকভাবে কিছু পোস্টার ছাপিয়ে প্রচারণা শুরু করেছেন। একই কথা বলেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী রুকুনুজ্জামান চৌধুরী। বিএনপি এই নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জুনেদ আহমদ বলেন, পোস্টার ও ব্যানারসহ দলের কর্মী-সমর্থক-নেতাদের নিয়ে আজ বুধবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।

সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়বেন চা শ্রমীক নেতা রাজু গোয়ালা, আনারস প্রতীকে মোঃ সফিকুর রহমান ও চশমা প্রতীকে রফিক আহমদ।

খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়বেন মো. নজরুল ইসলাম, ঘোড়া প্রতীকে বদরুল ইসলাম আজাদ, আনারস প্রতীকে মো. ছইদুর রহমান এনাম, বাইসাইকেল প্রতীকে জেপি নেতা ইফতেখার আহমদ লিমন, অটোরিকশা প্রতীকে মোহাম্মদ আবু সাইদ, মোটরসাইকেল প্রতীকে মো. আব্দুল কাদির, চশমা প্রতীকে মো. মহি উদ্দিন, হাতপাখা প্রতীকে মো রফিকুল ইসলাম।

খাদিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়বেন ইকলাল আহমেদ, চশমা প্রতীকে বর্তমান চেয়ারম্যান দিলোয়ার হোসেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন