প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন চালিয়ে বড় শাস্তি পেল কানাডা
স্পোর্টস ডেস্ক
প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতায় নামার আগেই বড়সড় বিতর্কের জন্ম দেয় কানাডার নারী ফুটবল দল। তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগ উঠেছিল। যে ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ার পর বড় শাস্তির পথে হেঁটেছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৬ পয়েন্ট জরিমানা করা হয়েছে কানাডা দলের। একইসঙ্গে কোচ বেভ প্রিস্টম্যানসহ তিনজনকে এক বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
গতকাল (শনিবার) এই ঘোষণা দিয়েছে ফিফা। বিবৃতিতে কানাডিয়ান মেয়েদের প্রধান কোচ বেভ প্রিস্টম্যান, সহকারী কোচ জেসমিন মান্দার ও বিশ্লেষক জোসেফ লোমবার্ডিকে এক বছরের নিষিদ্ধের কথা জানানো হয়। একইসঙ্গে কানাডা দলের ৬ পয়েন্ট কর্তন এবং তাদের সকার ফেডারেশনকে ২ লাখ ২৬ হাজার ডলার জরিমানাও করেছে ফিফা।
যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠার পরই কানাডার কোচ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে দেশটির সকার অ্যাসোসিয়েশন। অথচ আগের অলিম্পিকে তার অধীনেই টোকিওতে স্বর্ণ জিতেছিল কানাডার মেয়েরা। প্রিস্টম্যানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দলটির কোচিংয়ে ছিলেন অ্যান্ডি স্পেন্স। অন্তবর্তীকালীন এই কোচের অধীনে কানাডা ২-১ গোলে কিউই মেয়েদের হারিয়েছে।
ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার কথা ছিল কানাডার। কিন্তু ফিফার শাস্তির কারণে এখন তাদের পয়েন্ট মাইনাস ৩। এখন তাদের গ্রুপপর্বই পেরুনো কঠিন হয়ে গেল। যদিও তাদের সামনে আপিলে শাস্তি কমানোর সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে পাওয়া ৩ পয়েন্ট হয়ে গেল মাইনাস ৩। ফলে তারা ‘এ’ গ্রুপের টেবিলে এ মহূর্তে তলানিতে আছে। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স এবং শেষ ম্যাচে বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কানাডা।
প্রসঙ্গত, ৩৮ বছর প্রিস্টম্যানকে ২০২০ সালে কানাডিয়ান মেয়েদের প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। তার অধীনেই দেশটি টোকিও অলিম্পিক থেকে স্বর্ণ জিতে ফিরে। প্রিস্টম্যানের সঙ্গে দলটির চুক্তির মেয়াদ ধরা হয় ২০২৭ নারী বিশ্বকাপ পর্যন্ত।
প্রতিপক্ষ দলের ওপর ড্রোন উড়িয়ে নীতিমালা লঙ্ঘনের দায়ে দলের খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়েছিলেন প্রিস্টম্যান। পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছিলেন তিনি, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। প্রথমে তাকে কানাডা ফেডারেশন ছাঁটাই করে অলিম্পিক থেকে সরিয়ে নেয়, এবার সব ধরনের ফুটবল থেকেই এক বছরের জন্য বাইরে চলে গেলেন ইংল্যান্ডের ৩৮ বছর বয়সী এই কোচ।