ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
প্রকল্পের কাজ বাঁধাদানসহ হয়রানির অভিযোগ পরিসংখ্যান অফিসের  আইটি সুপারভাইজার সাইফুল ইসলামর বিরুদ্ধে

প্রকল্পের কাজ বাঁধাদানসহ হয়রানির অভিযোগ পরিসংখ্যান অফিসের আইটি সুপারভাইজার সাইফুল ইসলামর বিরুদ্ধে

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকল্পের কাজে স্ত্রীসহ স্বজনদের নিয়োগ দিতে না পারা এবং নিজের নানা অনৈতিক কর্মকান্ডকে ধামাচাপাসহ আড়াল করতে অর্থনৈতিক শুমারীর টাকা অত্নসাতের কল্পিত কাহিনী উপস্থাপন করে প্রকল্পের কাজে বাঁধাদান করছেন পটুয়াখালীর কলাপাড়া উপজলা পরিসংখ্যান অফিসের আইটি সুপারভাইজার সাইফুল ইসলাম। এমন অভিযোগ সংশ্লিস্ট অফিসের। অভিযোগে আরো বলা হয়েছে, স্থানীয় প্রতিপত্তিকে কাজে লাগিয়ে অফিসের কাজের পরিশেষ বিঘ্নিতসহ কর্মীদের সাথে আশোভন আচরন করছেন সাইফুল।

অভিযোগ জানা যায়, শুমারীর কার্যক্রম অনুযায়ী সুপারভাইজার ও গণনাকারীদর বাড়ীবাড়ী গিয়ে সরাসরি সাক্ষাৎকার নিয়ে ট্যাবের মাধ্যম তথ্য সংগ্রহ করে তাৎক্ষনিকভাবে এন্ট্রি করার নিয়ম রয়েছে। কিন্তু আইটি সুপারভাইজার সাইফুল ইসলাম সদস্যদের কাগজ কলমে তথ্য সংগ্রহ করার পর অফিস এসে এট্রি করার পরামর্শ দিচ্ছে। যা প্রকল্পের চলমান কাজের সম্পূর্ন বিপরীত, সুষ্ঠ কার্যসম্পদনে বাঁধাদান। এছাড়াও সুপারভাইজার ও গণনাকারীদর সাথে অনৈতিক ও খারাব আচরনের নানা অভিযোগে অভিযুক্ত সাইফুল ইসলাম।

অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত আইটি সুপারভাইজার সাইফুল ইসলাম যোগদানর পর থেকে প্রকল্পের বিভিন্ন পদে ল স্ত্রীসহ স্বজনদের নিয়োগদানে মরিয়া হয়ে ওঠেন। শুধু তাই নয়, গণনাকারী হিসাব নিযে অতিরিক্তি দ্বায়িত্ব পালনের পাশাপাশি স্ত্রী ফাতেমা ফেরদৌসিকে নিয়োগ দিতে অফিসকে বাধ্য করেন। এই সম্মানী ভাতা ও প্রশিক্ষনভাতা নিজ ও স্ত্রী স্বাক্ষর প্রদান কর গ্রহন করলেও উপজেলা কর্মকর্তার বিরুদ্ধে টাকা না দেয়ার মিথ্যা অভিযাগ তুল ধরে হয়রানির চেস্টা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আইটি সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, স্যারর সাথ আমার সব কিছুর ফয়সালা হয়ে গেছে। কলাপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুজ্জামান বলেন, অনৈতিক কর্মকান্ড, কর্মীদর সাথে খাবার আচরন, স্থানীয় প্রভাব খাটিয়ে প্রকল্পে নিজ আত্নীয়দের নিয়োগসহ প্রকগল্পে নীতিমালা অনুয়ায়ী মাঠকর্মীদের কাজ করতে নিরুৎসাহিত করে আসছিল। যা কর্মচারী নীতিমালার বিপরীত। উর্ধতনদের জানানো হয়েছে। তারা এবিষয় ব্যবস্থা নিবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন