ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
পিরোজপুরে তারুণ্যের উৎসব নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

পিরোজপুরে তারুণ্যের উৎসব নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

পিরোজপুর সদর সংবাদদাতা

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার তরুনদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।

এ সময় পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, পিরোজপুরে কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয় পিরোজপুরে তারুণ্যের উৎসব আগামি ১৯ জানুয়ারী হতে এ ক্যাম্পেইন শুরু হবে এবং
ক্যাম্পেইন চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনটি সফল ভাবে সম্পন্ন করার জন্য পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন