পাকশীতে বিএনপি নেতা আশরাফুল আলম দিপুর ইন্তেকাল
টিএ পান্না, ভ্রাম্যমান প্রতিনিধি
ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের কাদীপাড়া গ্রামের বাসিন্দা,ইপিজেড গেটস্থ ওয়ালটন শোর-রুমের সাবেক স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আশরাফুল আলম দিপু রবিবার দুপুর একটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি---রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে মেয়ে আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত দশটায় মরহুম দিপুর মরদেহের নামাজে জানাজা শেষে বাঘইল কেন্দ্রীয় কবরস্থান মরদেহের দাফন সম্পন্ন করা হয়। এদিকে আশরাফুল আলম দিপুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। বিবৃতিতে তিনি আরো বলেছেন দিপুর মৃত্যুর মধ্য দিয়েস্থানীয় বিএনপি'র অপূরণীয় ক্ষতি হয়েছে।
একইভাবে সাংবাদিক বান্ধব আশরাফুল আলম দিপুর মৃত্যুতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্নাও পৃথক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।