পাবনায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পাবনা প্রতিনিধি
পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারি) সকালে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে পাবনা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজোয়ান হোসেন হৃদয়ের নেতৃত্বে বিশাল একটি শোভাযাত্রা বের করা হয়।
মুজাহিদ ক্লাব ও সরকারি এডওয়ার্ড কলেজ সহ বিভিন্ন জায়গা থেকে কয়েকটি শোভাযাত্রা শহরের লতিফ টাওয়ারের সামনে এসে বিশাল শোভাযাত্রায় মিলিত হয়। এ শোভাযাত্রাটি শহরের আ. হামিদ সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর লাহিড়ী পাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে এসে জড়ো হয়।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন সহ জেলার শীর্ষ নেতারা শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট সহ একাধিক ছাত্রনেতা বক্তব্য দেন। এসময় ছাত্রনেতা আলামিন পাপ্পু, আতিকুর রহমান মিঠু, শামীম হোসেন হৃদয় ও আসাদুল্লাহ আল গালিব সহ অসংখ্য ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
বক্তব্যে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠনের আহ্বান জানান ছাত্রনেতারা। তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন দেশে অপশাসন চালিয়েছে, তখন দলীয় কর্মসূচিতে কাউকে পাওয়া যায়নি। অথচ এখন সুযোগ সন্ধানীরা সবখানে আধিপত্য বিস্তারে ব্যস্ত। এদের বিষয়ে সচেতন থেকে ত্যাগীদের মূল্যায়ন করে যোগ্য পদে আসীনের আহ্বান জানান ছাত্রনেতারা।
বক্তব্য শেষে ছাত্রনেতাদের খণ্ড খণ্ড সকল মিছিল একত্রিত করে জেলার শীর্ষ নেতাদের নিয়ে একটি সমন্বিত শোভাযাত্রা বের করা হয়।