সিলেটের গোয়াইনঘাটে বালু উত্তোলনের ঝুঁকিতে জাফলং সেতু
মো.দুলাল হোসেন রাজু, জৈন্তাপুর (সিলেট)
সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের ফলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে জাফলংবাসীর দীর্ঘদিনের স্বপের জাফলং সেতু। ২০১৪ সালের প্রথম দিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা’র) দায়ের করা একটি রিটের পেক্ষিতে জাফলংয়ের পিয়াইন নদী তৎসংলগ্ন এলাকায় পাথর কোয়ারী থেকে যন্ত্র ব্যাবহার করে পাথর ও বালু উত্তোলন নিষিদ্ধেও পরিপেক্ষিতে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারী উচ্চ আদালত থেকে জাফলংয়ের পিয়াইন-ডাউকি নদীর তৎসংলগ্ন এলাকাকে পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসাবে ঘোষণা করা হলেও এখনো থেমে নেই অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলন।পরিবেশের বির্পযয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর জাফলংয়ের পিয়াইন-ডাউকি নদী থেকে পাথর ও বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করে খনিজ সম্পদ মন্ত্রনালয়।এরই ধারাবাহিকতায় জাফলং কোয়ারীতে বন্ধ হয়নি যন্ত্রের ব্যাবহার,থেমে নেই অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন। ফলে প্রকৃতিকন্যা জাফলং যেমন প্রাকৃতিক ভাবে বিপর্যয়ের মুখে পড়েছে তেমনি নদী তীরবর্তী মানুষ রয়েছে নদী ভাঙ্গন আতংকে।
মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ডাউকী নদীর উপর নির্মিত জাফলং সেতুর পিলার। ভাঙ্গনের কবলে খাসিয়া আদিবাসীদের পান সুপারীর বাগান,শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ-মাদ্রাসা,বসত-বাড়ি,ফসলী জমিসহ চা বাগান। এমন অবস্থায় স্থানীয় প্রশাসন পাথর ও বালুখেকুচক্রের সদস্যদের কাছে অসহায়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকার একাধিক লোকজন জানান,গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র সুনামক্ষুণ্য করার অপচেষ্ঠায় নামধারী ও বহিস্কৃত কিছু বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাদের নের্তৃত্বে জাফলংয়ের বালু ও পাথরের লুটপাট চলছে।কেউ কেউ আবার বিএনপি ও যুবদলের প্রভাব বি¯তার করে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বালু ও পাথরের গাড়ী থেকে চাদা তুলছে।
সব মিলিয়ে এরাই নাকি জাফলংয়ের অভিভাবক।সরেজমিন পরিদর্শনে দেখা যায়, জাফলং পিইয়াইন নদীর উপর নির্মিত জাফলং সেতুর তলদেশ খনন করে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। বল্লাঘাটের জুমপাড়,নয়াবস্তী,কান্দুবস্তী,বল্লাপুঞ্জির পরিবেশ সংকটাপন্ন এলাকায় ধানবযন্ত্র ফেলুডার দিয়ে টিলাকেটে পাথর উত্তোলন করার ফলে ঝুঁকিতে রয়েছে বল্লাঘাট পর্যটন স্পট,দোকানপাট বসতি সহ বল্লাপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এদিকে ডাউকি নদীতে রাতের আধারে থেকে যন্ত্রের ব্যবহার কওে হরিলুট করা হচ্ছে পাথর ও বালু । উত্তোলনকৃত পাথর ও বালু বল্লাঘাট মসজিদের নিচের রাস্তা ও জুমপাড় মেলার মাঠের রাস্তা হয়ে শতশত ট্রাকে পরিবহন হচ্ছে। বিশেষ করে রাতের আধারে জিরো পয়েন্ট থেকে শুরু করে ছৈলাখেল গ্রাম সংলগ্ন নদীতে ফেলুডার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এমন কী জাফলং বাজারের ডাউকী নদীর ওপর সেতুর নিচ থেকেও বালু তোলা হচ্ছে ফলে নদীর উপর নির্মিত জাফলং সেতুর পিলার ধসে সেতু ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশষ্কা রয়েছে।সম্প্রতি সময়ে জাফলংয়ের বালু উত্তোলন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।’
এবিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি)সরকার তোফায়েল আহমদ জানান,‘আমি নতুন এসেছি, আমি আসার পর সম্পূর্ণ ভাবে বন্ধ রাখার চেষ্টা করছি, বার বার অভিযানও হচ্ছে কিন্ত কোন কাজে আসছেনা।এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ.মাহবুব মুরাদ বলেন,ইসিএ ভুক্ত এলাকা প্রকৃতি কন্যা জাফলং প্রাকৃতিক সম্পদে ভরপুর প্রাকৃতিক সম্পদ ধ্বংশ করে কেউ পাথর কিংবা বালু উত্তোলন করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গত ৫আগস্টের পর থেকে জাফলং পর্যটন এলাকা পিয়াইন নদী থেকে পাথর ও বালুর ব্যাপক লুটপাট হয়েছে সে বিষয়ে স্বস্ব থানায় মামলা হয়েছে ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।