পত্নীতলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম পৃথক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা সদর নজিপুর সরদারপাড়া মোড় দলীয় কার্যালয়ে হতে কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খাঁন জোহার নেতৃত্বে বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়
এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি সামিনা পারভীন পলি, যুবদলের নেতা বায়োজিত রায়হান শাহীন প্রমুখ।
অপরদিকে, বেলা ১১টার দিকে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডের মাতাজি রোডে অবস্থিত দলীয় কার্যালয় হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ চৌধুরীর সমর্থকরা জড়ো হয়। .
পরে ছাত্র দলের অন্যতম নেতা রাকিবুল হাসানের নেতৃত্বে বণার্ঢ্য র্যালিটি নজিপুর সরকারি কলেজ গিয়ে প্রদক্ষিণ করে একইস্থানে যায়। পরে নজিপুর বাসস্ট্যান্ডে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ভিপি আবু তাহের মন্টু প্রমুখ।
পৃথক অনুষ্ঠানে উপজেলা ও নজিপুর পৌর এবং ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।