নোয়াখালীতে নববর্ষ বরণ উপলক্ষে স্বেচ্ছা সেবক দলের নেতা আবদুল করিম মুক্তার উদ্যোগে মেজবানি ও সংগীতানুষ্ঠান
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদি শহরে সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ৯০ ও ২০২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। রাজপথের লড়াকু সৈনিক। বার বার কারা নির্যাতিত নেতা।
সাবেক নোয়াখালী পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আপোষহীন খেটে খাওয়া মানুষের নেতা আবদুল করিম মুক্তার উদ্যোগে ইংরেজি নববর্ষ ২০২৫ বরণ উপলক্ষে প্রায় ৫ হাজার লোকের এক বিশাল মেজবানি ও সংগীতানুষ্ঠান। ১ লা জানুয়ারি রাত ৯ টা হইতে গভীর রাত পর্যন্ত পৌর বাজারে অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে এত বড় আয়োজন বিএনপি নেতা কর্মীদের মাঝে অতীতে আর দেখা যায়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য জেলা বিএনপির অন্যতম নেতা এডভোকেট এবিএম জাকারিয়া, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী জাফর উল্যাহ রাসেল,ভিপি আলাউদ্দিন, এডভোকেট আব্দুর রহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে এডভোকেট জাকারিয়া বলেন,নেতা হতে হলে কোন পদ পদবি লাগেনা। আবদুল করিম মুক্তা পদ পদবি ছাড়া জনগনের মাঝে নন্দিত নেতা হয়েছেন।জনসাধারণের উপস্থিতিতে তা প্রমাণ হয়েছে।উক্ত অনুষ্ঠান সফলে সার্বিক সহযোগিতা করেন শাহিনুর ইসলাম সুজন,নিজাম উদ্দিন ও সোহাগ।