ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
নেত্রকোনায় বন্যা : বারহাট্টায় সেতু ভেঙে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোনায় বন্যা : বারহাট্টায় সেতু ভেঙে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোনা প্রতিনিধি

ঢাকা-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা এলাকায় বন্যার পানির তোড়ে একটি সেতু ভেঙে গেছে। এর ফলে এ পথে রেল-যাতায়াত বন্ধ রয়েছে। সেতু ভেঙে পড়ায় নেত্রকোনার মোহনগঞ্জে আটকা পড়েছে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।

বারহাট্টা রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন ।

কয়েক দিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনার কয়েকটি উপজেলায় চরম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর মধ্যে কলমাকান্দা ও দুর্গাপুরে পরিস্থিতির অবনতি হয়েছে বেশি। পানি বৃদ্ধির কারণে অসংখ্য রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত। জেলার বিভিন্ন স্থানে ভেসে গেছে তিন সহস্রাধিক পুকুর ও ঘেরের মাছ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন