নুরুন্নাহার-আলাউদ্দিন কল্যাণ ট্রাষ্ট এর উদ্যেগে ১১৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
পটুয়াখালী প্রতিনিধি
নুরুন্নাহার-আলাউদ্দিন কল্যাণ ট্রাষ্ট এর উদ্যেগে ও অর্থায়নে পটুয়াখালীর দশমিনা উপজেলার মাধ্যমিক ও সমপর্যায়ের সকল মাদ্রাসা এর মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মরিয়ম মেমোরিয়াল গালর্স হাই স্কুলে উপজেলার ২৮টি মাধ্যমিক ও ২০টি মাদ্রাসার ১১৪জন শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। ট্রাষ্ট চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সদস্য গ্রেড-১ জাতীয় রাজস্ব বোড (সচিব পদ মর্যাদায়) মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে ও যুব বিষায়ক সম্পাদ উপজেলা যুব ফাউন্ডেশনের এ্যাডভোকেট শাহিন খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম শানু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, মাদ্রাসা সমিতির সভা মাওলানা মোসলেম উদ্দিন, উপজেলা কল্যান সমিতির সদস্য মহিবুল্লা জয়, সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান, যুব ফাউন্ডেশনের মহা সচিব আবু সায়েম দেওয়ান, উপজেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি রাহাত হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ খান, সহ-সভাপতি জাহেদুল ইসলাম নোমান, সদস্য আন্তর্জাতিক বিষায়ক সম্পাদক গকুল চন্দ্র, আরজবেগী ইমেল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি ঈশ্বর চন্দ্র শীল, মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক সহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ।