নীলফামারী সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
মো: গোলাম মোস্তফা, নীলফামারী
নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, ধর্মীয় এবং সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী।
নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন একই কলেজের সহকারী অধ্যাপক জুয়েল মিয়া।
নীলফামারী সরকারী কলেজের অধ্যাপক মাহবুব উর রহমান ভুইয়া, নীলফামারী সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান মন্ডল এতে বক্তব্য দেন।
নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল আনোয়ার জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া ও ধর্মীয় সাহিত্য সংস্কৃতি প্রতিযোগীতার ৪০টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।