ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়

নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের উদ্যোগ এবং আয়াত এডুকেশনের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক’র নারায়ণগঞ্জ প্রতিনিধি এমএ খান মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক’র ফটো সাংবাদিক তাপস সাহা, সাংবাদিক আতাউর রহমান, প্রণব কৃষ্ণ রায়, সাবিত আল হাসান, মো. সাইফুল ইসলাম, আফসানা আক্তার, মোবাশ্বির শ্রাবণ, সাইফুল ইসলাম, জুম্মন সোহেল, রায়হান কবির নিলয় প্রমুখ।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে গণমাধ্যমে প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের সহায়তা প্রাপ্তি ও অংশগ্রহণ বৃদ্ধি করা।

সভায় সুমিত বণিক তার মূল বক্তব্য উপস্থাপন করে বলেন, নারায়ণগঞ্জ এবং বন্দর উপজেলায় এ প্রকল্পের মাধ্যমে যারা দীর্ঘ মেয়াদী এবং অনিরাময় যোগ্য রোগে আক্রান্ত তারা বিনামূল্যে সেবা পেতে পারেন। বিশেষ করে শয্যাশায়ী দূরারোগে আক্রান্তদের এ প্রকল্পের আওতায় সেবা প্রদান করা হয়ে থাকে।

সভার সভাপতি দৈনিক ইত্তেফাক’র প্রতিনিধি এমএ খান মিঠু নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ারের পরিসরকে আরও বৃদ্ধি করার আহবান জানিয়ে বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। আর এই দর্পণ যতটা স্পষ্ট, ততটাই সমাজ সঠিক দিকনির্দেশনা পায়। প্যালিয়েটিভ কেয়ার নিয়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এটি কেবল একটি স্বাস্থ্যসেবা নয়, বরং মানবিক মর্যাদা, সহমর্মিতা এবং জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য একটি অপরিহার্য অংশ।

এই সভার মাধ্যমে এর গুরুত্ব সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ হলো। আমরা সাংবাদিকরা এই বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবেশ গড়তে সাহায্য করতে প্রস্তুত আছি। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তবে সহজলভ্য এবং সাশ্রয়ী প্যালিয়েটিভ কেয়ার নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত অগ্রগতি সম্ভব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন