নান্দাইলের ৬ কলেজ চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬টি কলেজে অধ্যক্ষের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজ গুলো।
উপজেলায় ৫টি এমপিওভুক্ত ও ১টি নন এমপিওভুক্ত কলেজ রয়েছে। কলেজগুলো হচ্ছে- সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজ, খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ, আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজ, মুশুল্লী স্কুল এন্ড কলেজ এবং এডভোকেট আব্দুল হাই কলেজ। এরমধ্যে এডভোকেট আব্দুল হাই কলেজ নন এমপিওভুক্ত। খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজে এক যুগের বেশি সময় ধরে অধ্যক্ষ নেই। বছরের পর বছর ধরে কলেজটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন।
ইতোমধ্যে ৬টি কলেজে অধ্যক্ষের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কাজকর্ম। ফলে পাঠদান, প্রশাসনিক ও কলেজ ব্যবস্থাপনাসহ সকল কার্যক্রমে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে এ কলেজগুলোতে গভর্নিং বডিও নেই।
এদিকে খুররম খান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল আলম জানান, একাধিকবার অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কলেজটি ডিগ্রি পর্যন্ত চালু হলেও উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমপিওভুক্ত হয়েছে। এখন পর্যন্ত অধ্যক্ষ পদে যোগ দিতে উপযুক্ত আগ্রহী প্রার্থী পাওয়া যায়নি।
নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল দত্ত বলেন, আমি সাড়ে ৩ বছর ধরে এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছি। একজন অধ্যক্ষ নিয়োগ হওয়ার কথা জেনেছি, কিন্তু তিনি এখনও যোগদান করেননি। তবে এগুলো দেখা কলেজের গভর্নিং বডির সিদ্ধান্তের বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকায় শিক্ষার মান দিনদিন নিম্নমুখী হচ্ছে। ভারপ্রাপ্তরা মূলতঃ দায়সাড়া দায়িত্ব পালন করেন। অধিকাংশ শিক্ষক জেলা শহরে বসবাস করেন। ফলে উপজেলা পর্যায়ের কলেজগুলোতে অনেকেই সময় মতো আসেন না। এলেও কলেজ সময় শেষ হওয়ার আগেই চলে যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূইয়া বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, কলেজগুলোতে কোনো কমিটি না থাকায় সভাপতি হিসেবে দায়িত্বে আছি। অধ্যক্ষ নিয়োগে নীতিমালা দেখে শিগগিরই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।