ডার্ক মোড
Friday, 29 March 2024
ePaper   
Logo
নাগেশ্বরীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

নাগেশ্বরীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার প্রচারনা। মামলার ৩ ঘন্টার মধ্যেই হত্যাকারী পুলিশের হাতে গ্রেপ্তার।

ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলায় আস্করনগর পোলাদীর পাড় গ্রামে। জানাযায়, ঐ গ্রামের নিহত হাফসা আক্তার খুশীর বাবা বাবু মিয়া ঢাকায় প্লাস্টিক কারখানায় কাজ করে। খুশীর মা মোছাঃ কাজলী আক্তার (২৪) স্বামীর সাথে দাম্পত্য কলহের জের ধরে প্রায় ৩ মাস পুর্বে ৩ সন্তানকে রেখে ঢাকার মুন্সীগঞ্জে চলে যায়।

বাবু মিয়ার ৩ শিশু কন্যা হাফসা আক্তার খুশী(৯),মোছাঃ আরাফিয়া আক্তার (৬) ও মোছাঃ রাফিয়া আক্তার তার বোন সাহিদা বেগমের বাড়ীতে বসবাস করে আসছে। হাফসা আক্তার খুশী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে লেখাপড়া করছে। গত ৪ সেপ্টেম্বর হাফসা আক্তার খুশীর চাচাত বোন আঙ্গুয়ারার সাথে আস্করনগর মন্ডলের কুটি গ্রামের এরশাদ আলীর পুত্র মোঃ আব্দুল গণি (২২) এর বিয়ে হয়।

বিয়ের পর আব্দুল গনী ও আঙ্গুয়ারা খুশীদের বাড়ীতে বসবাস শুরু করে।এদিকে খুশী নববিবাহিত আব্দুল গনী ও আঙ্গুয়ারা বেগমের অন্তরঙ্গ মুহুর্ত দেখে ফেলায় এবং দুষ্টামী করতে দুলাভাই আব্দুল গণীর লুঙ্গীধরে টান মারায় ক্ষিপ্ত হয়ে মেরে ফেলার সুযোগ খুঁজতে থাকে।

এরই ঘটনাকে কেন্দ্র করে গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার সময় হাফসা আক্তার খুশীকে বাড়ীতে একা পেয়ে উক্ত আব্দুল গণী তাদের ঘরে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে লাশের গলায় ওড়না পেচিয়ে ঘরের ধর্নায় ফাসীতে ঝুলিয়ে ঘরটি তালাবদ্ধ করে রাখে।

পরে নিহতের পিতা বাবু মিয়া নাগেশ্বরী থানায় এজাহার দাখিল করার ৩ ঘন্টার মধ্যেই থানা পুলিশ খুনি আব্দুল গনীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকারী আব্দুল গনী খুন করার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত স্বীকারোক্তি দিয়েছেন।

এছাড়া আসামী মোঃ আঃ গনি সদ্যবিবাহিত স্ত্রী মোছাঃ আঙ্গুয়ারা বেগম এবং তার শ্বশুরী মোছাঃ আমিনা বেগম দ্বয় বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করিয়াছেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান, এ বিষয়ে ১২ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে যার নং ১০, তারিখ ১২/৯/২০২২ এবং খুনী আব্দুল গণীকে দঃবিঃ৩০২/২০১ ধারায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন