নাগেশ্বরীতে ই-কমার্স বিষয়ে সচেতনতা আলোচনা সভা ও র্যালি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এইড-কুমিল্লার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় "ই-কমার্স বিষয়ে সচেতনতা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পণ্য কিনুন অনলাইনে, সময় বাঁচান দৈনন্দিন জীবনে" স্লোগান কে সামনে রেখে উক্ত র্যালী টি ইউএনও কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বর এবং নাগেশ্বরী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ইউএনও কার্যালয়ে এসে শেষ হয়।
এইড কুমিল্লার চলমান প্রকল্প "Uplifting Vulnerable Communities Livelihood Pathwaz through Digital Access - UVCLPDA" প্রকল্পের অন্তর্ভুক্ত ও যার অর্থায়নে রয়েছে "ক্রিশ্চিয়ান-এইড এবং বাস্তবায়নে কাজ করছে "এইড-কুমিল্লা"। প্রকল্পের মেয়াদ জুলাই ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৪ খ্রীঃ।
র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়ার হোসেন এবং উপজেলা আইসিটি অফিসার মোঃ ইলিয়াস হোসেন নাগেশ্বরী, কুড়িগ্রাম। এইড কুমিল্লার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মুরশিদ আলম, ফিন্যান্স অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর মো: আজিজুল হাসান (নাগেশ্বরী), উপজেলা কো-অর্ডিনেটর আরিফুল হাসান (চিলমারী) এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ মোর্শেদা খতুন (নাগেশ্বরী)।
আরো উপস্থিত ছিলেন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী, প্রকল্পের সুবিধাভোগি সদস্যগণ ও বিভিন্ন শ্রেণির পেশার জনগণ।
র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানের লক্ষ ছিলো বেকার যুব সমাজ ও তরুণ উদ্দোক্তাদের সাথে ই-কমার্স সম্পর্কে আলোচনা, সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন ব্যাবসা সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং নিজেরা পড়াশোনা, ব্যাবসা, সংসারের কাজের পাশাপাশি অনলাইন উদ্যাক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন।