নবাবগঞ্জে ভাতিজার আঘাতে চাচা জখম
দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা রাসেল আহম্মেদ (৩৫) এর ধারালো দায়ের কুপে বৃদ্ধ চাচা আনসার আলী (৬০) রক্তাক্ত জখম হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহতের স্ত্রী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত আনসার আলীর স্ত্রী রুনা আনসার অভিযোগ করে বলেন, তারা স্বামীর ব্যবসার কাজে দির্ঘদিন যাবত পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। ভাসুরের সাথে বসত বাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে স্বামীর পৈতৃক বসত বাড়িতে ঘর নির্মাণ করছিল শ্রমিকরা। এ সময়ে ভাশুড়ের ছেলে রাসেল, ভাশুর মজর আলী ও জা' তাছলিমা বেগম বাঁধা দেয়। আমার স্বামী আনসার আলী এগিয়ে এলে ভাতিজা রাসেল তেরে এসে আমার স্বামীর উপর ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
পরে সে বাম হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে পরে তার বাম হাতে কোপ লেগে রক্তাক্ত জখম হয়। এসময়ে ভাশুর মজর আলী ও জা তাছলিমা শাবল দিয়ে আমাকে এলোপাথারী আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফুলা জখম করে। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।
এ ব্যাপারে অভিযুক্ত রাসেল বলেন, আনসার আলী আমার চাচা। সে সব সময় আমাদেরকে পুকুরের দিকে ঠেলে এবং সে ভাল জায়গায় ঘর তুলতে আসে। এ নিয়ে তার সাথে তর্ক হয়,এক পর্যায়ে হাতাহাতি হয় এতে উভয় পক্ষের লোকজনই আহত হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।