নবাবগঞ্জে কৃষি জমির মাটিকাটায় দুইজনের দণ্ড
দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটিকাটার দায়ে একজনকে কারাদণ্ড ও একজনকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ৷
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা কলাকোপা ইউনিয়নের মাধবপুর-সাহেবখালী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাটিকাটার সময় দুজনকে আটক করা হয় ৷ এরা হলেন দোহারের রাকিবুল হাসান (২৩) তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং নবাবগঞ্জের চুড়াইনের মো. মিহন (২৫) কে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়৷ এসময় অবৈধভাবে কৃষিজমির মাটিকাটা বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত ৷
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় ৷ ঘটনাস্থল থেকে হাতেনাতে দু'জনকে আটক করে একজনে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে । নবাবগঞ্জ কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে ৷