ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
দোহারে ’উপজেলা পরিষদ’ সাধারণ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

দোহারে ’উপজেলা পরিষদ’ সাধারণ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

দোহার (ঢাকা)প্রতিনিধি

দোহারে ’উপজেলা পরিষদ’ সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়ন প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক,অনলাইন মনোনয়নপত্র দাখিল ও সংশোধিত বিধিমালা বিষয়ে অবহিতকরন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিতি ছিলেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুন অর রশিদ,দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো.আলমগীর হোসেন, চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.সুজাহার বেপারী,দোহার পৌরসভা আওয়ামীগ নেতা শেখ সালাউদ্দিন, ঢাকা জেলা যুবলীগের কার্যকরী সদস্য আ.রাহিম কমিশনার, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিতু চৌধুরী ও সম্পাদক আখিঁ আক্তার প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এক প্রজ্ঞাপন জারী করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় গত ২১ মার্চ নির্বাচন তফশিল ঘোষনা করা হয়।তফসিল অনুযায়ী অনলাইনে প্রার্থীদের আবেদনের শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল, বাছাইয়ের তারিখ ১৭ এপ্রিল,আপিল-১৮-২০ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের তারিখ-২২ এপ্রিল,প্রতিক বরাদ্দ-২৩ এপ্রিল, ভোটগ্রহন ৮ মে অনুষ্ঠিত হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন