ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন

দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন

দোহার (ঢাকা) প্রতিনিধি

আমরা বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ পেয়েছি। শুক্রবার তার জন্মদিনে আমরা তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরন করছি। শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলার সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের আলোচনা সভায় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একথা বলেন।

এর আগে শুক্রবার সকালে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরাল-এ উপজেলা প্রশাসন,পৌরসভা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো,উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথক ভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে।এরপর উপজেলা আওয়ামীলীগ একটি র‌্যালি বের করেন।র‌্যালিটি উপজেলার স্বাধীনতা ভাস্কর্য চত্তর হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আলমগীর হোসেন,দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম,পৌর মেয়র মো.আলমাছ উদ্দিন,উপজেলা সহকারি কমিশনার(ভুমি)এস এম মুস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার আশ্রাফুল আলম,উপজেলা আওয়ামী লীগের সাধারন-সম্পাদক নুরুল হক বেপারী, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী প্রমুখ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগন,থানা পুলিশ,উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ বঙ্গবন্ধু জন্মদিনে পৃথক আলোচনা সভা , মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এদিনটিতে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, ক্লাবে দোয়া, ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন