ডার্ক মোড
Sunday, 08 September 2024
ePaper   
Logo
দোহারে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া

দোহারে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া

দোহার (ঢাকা) প্রতিনিধি

সাধারণ শিক্ষার্থীদের ডাকা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরনে সমবেদনা জানিয়ে ঢাকার দোহার উপজলার জাতীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আলমগীর হোসেন।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার সুতারপাড়া জাতীয় মসজিদে দোয়া মাহফিলর আয়াজন করা হয়।দোহার উপজলা আওয়ামী লীগ সূত্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমানের পক্ষ থেকে শুক্রবার বাদজুম্মা উপজেলার সকল মসজিদ, মাদরাসা, মন্দির ও র্গীর্যায় কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী,সাধারণ মানুষ ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।

এসময়ে যারা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে কাতরাচ্ছে,তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো.আলমাছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন,বীরমুক্তিযাদ্ধা মো.ফজলুল হক,ডা.বোরহান, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন,আলমগীর হোসেন, রাশেদ চোকদার, তৈয়বুর রহমান তরুন, আমজাদ হোসেন এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুসুল্লিগন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন