ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
বিজিবির অভিযানে কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত থেকে মাদকদ্রব্য উদ্ধার

বিজিবির অভিযানে কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত থেকে মাদকদ্রব্য উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ১ বোতল এলএসডি এবং ১ বোতল বিদেশি মদ আটক করেছে বিজিবি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বিজিবি জানায়, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে চোরাকারবারিরা। এমন সংবাদ ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিআইপি এনসিও নায়েক হরমুজ আলীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ওই স্থানে অবস্থান।

মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নে উদ্যত হলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল উক্ত স্থান হতে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ১ বোতল ভারতীয় এলএসডি ও বিদেশী মদ ১ বোতল উদ্ধার করে।এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন