ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
ত্রিশালে দেওয়ানবাগ শরীফে হামলা ও ভাঙচুরের চেষ্টা

ত্রিশালে দেওয়ানবাগ শরীফে হামলা ও ভাঙচুরের চেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুরে বাবে বরকত দেওয়ানবাগ শরীফে ৫ শতাধিক বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে। এ সময় প্রতিরোধের মুখে পড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে তারা রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে এই হামলার চেষ্টা চালায়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন অংশ নেন। এ সময় তারা দেওয়ানভাগ শরীফের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালালে ভেতরে থাকা হাজারো ভক্ত ভেতর থেকেই মরিচের গুঁড়ো স্প্রে, ইটপাটকেল নিক্ষেপ, গুলাই দিয়ে মার্বেল নিক্ষেপ ও গরম পানি ছোড়ে। বাইর থেকেও এ সময় বিক্ষুব্ধ জনতা ভেতরে থাকা লোকজনের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে মূল ফটকের বাইরে থাকা তাদের কন্ট্রোল রুমে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে লাঠিপেটা করে বিক্ষুব্ধ জনতাকে তাড়িয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দেওয়ানবাগ শরীফে হামলা হতে পারে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে মোতায়ন করা হয়। এলাকাবাসী হামলা চালাতে চাইলে আমরা তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনার চেষ্টা করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় রাকিবুল হাসান রাকিব বলেন, ‘ইসলামবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করায় এলাকাবাসী ভণ্ড পীর দেওয়ানবাগীর ওপর অনেক আগে থেকেই ক্ষিপ্ত ছিল। আজকে সকালে এলাকার লোকজন একত্রিত হয়ে এই দরবার উৎখাত করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে তিনটি দাবি জানিয়েছি।’

দেওয়ানবাগ শরীফের মিডিয়া সেলের কো-অর্ডিনেটর ড. সৈয়দ মেহেদী হাসান বলেন, হামলায় তাদের ১২০ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দরবার পরিচালনা করে আসছি। আমাদের দেওয়ানবাগী হুজুরের মূল শিক্ষায় হলো মানবতার শিক্ষা। আমরা কাউকে আঘাত করিনি। এভাবে চলতে থাকলেতো টিকা যাবে না। আমাদের পরিকল্পনা রয়েছে আমরা আগে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাবো, তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন