ডার্ক মোড
Tuesday, 21 May 2024
ePaper   
Logo
তাড়াইলে অস্তির সবজির বাজার

তাড়াইলে অস্তির সবজির বাজার

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাজারগুলোয় উচ্চমূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, বেগুন, কচুরমুখী ও সাজনার দাম। প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা, রসুন ১৮০ টাকা, আদা ১৭০ টাকা, বেগুন ১২০ টাকা, কচুরমুখী ১৬০ টাকা, সাজনা ১৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (১০ মে) সকালে তাড়াইল সদর বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

তাড়াইল সদর কাচাবাজার দোকানি হুমায়ুন কবির ‘দ্যা কান্ট্রি টুডে’ কে বলেন, দু সপ্তাহে পেঁয়াজের সরবরাহ কমেছে। যে কারণে দাম বাড়ছে। রোজার ঈদের পর প্রতি কেজি রসুন, আদা ও পেঁয়াজে কমপক্ষে ১০-১৫ টাকা বেড়েছে।

তিনি বলেন, রমজানে টিসিবির পেঁয়াজ বাজারে ছিল। যে কারণে পাইকারি বাজারের মতো খুচরায়ও পেঁয়াজের দাম ছিল কম। অন্যসব দোকানিদের সাথে কথা হলে তারা বলেন, বাজারে হঠাৎ করে আদা, পেঁয়াজ ও রসুনের জোগান কমেছে।

যে কারণে দাম বাড়ছে। আবার দাবদাহের কারণেও যে কোনো পণ্য সরবরাহ ও পরিবহনে গতি কমেছে। কোরবানির ঈদের আগে এসব মসলাজাতীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি থাকতে পারে।

শুক্রবারের ছুটির দিনে বাজারগুলোয় ক্রেতাদের উপস্থিতি কম দেখা গেছে। ক্রেতা কম থাকলেও কমেনি কোনো সবজির দাম৷ এ বিষয়ে পুরুড়া বাজারের সবজি বিক্রেতা আতাউর রহমান বলেন, আজ শুক্রবার, ক্রেতা কম।

কারণ, আজ ছুটির দিন এজন্য কেউ সকালে বাজারে আসেনি। বিকেলে কিছু ক্রেতা আসবে বলে জানান তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন