ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ডিসি’র নেতৃত্বে নারায়ণগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ডিসি’র নেতৃত্বে নারায়ণগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নারায়ণগঞ্জ

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্যশূন্যতা অর্জন মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ জানুয়ারি ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রার রেলিটি কোট প্রাঙ্গণ ঘুরে লিংরোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

এ সময় শোভাযাত্রা রেলিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আরিফ মিহির ও সামাজিক সংগঠন মানবকল্যান পরিষদের চেয়ারম্যান মো. মান্নান ভূইয়া সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এরপরে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলার চারটি থানার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।

সড়কে দুর্ঘটনা প্রতিরোধে বন্দরে সিসি ক্যামেরার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে, ট্রাফিক পয়েন্ট ও সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও এলাকাবাসী। আগামি ৭ দিনের মধ্যে প্রশাসন সড়কের শৃঙ্খলা ফিরে না আনলে সড়ক অবরোধের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারি শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারী) সকালে বন্দর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র নেতা সাকিল হোসেনের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন গতসোমবার সড়ক দূর্ঘটনায় নিহত আসাদ মিয়ার পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্যে বক্তরা বলেন, মদনপুর-মদনগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত আসাদ মিয়ার পরিবার সহ সকল নিহত পরিবারকে সরকারিভাবে পুনবাসন সহ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানায়।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিফাত হোসেন অন্তু, হৃদয় ভূঁইয়া, শিথিল ভূঁইয়া, সিফাত, হোসাইন, আমিনুল সিফাত, রিফাত হোসেন ও হোসাইন সহ নিহত আসাদ মিয়ার স্ত্রী ও পূত্র।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন