ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
ঢাকাসহ বিভিন্ন জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ বিভিন্ন জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাত ৮টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, শনিবার দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার যেসব জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে, আজ শনিবারও সেই সব জেলায় কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব জেলায় সেগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর জেলায়।

কালবৈশাখী ঝড়ের কারণে একাধিক জেলায় মাঝারি থেকে ভারীমানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

আজও প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, রাজশাহী জেলায়, উল্লেখ করেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন