ডিসেম্বরে মহারাষ্ট্রে ৪৩, দিল্লিতে ২৫ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
সদ্য শেষ হওয়া ডিসেম্বরের ০১ থেকে ৩১ তারিখের মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ৪৩ জন বাংলাদেশি। এর মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চারদিনে।
বুধবার এক জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) জানিয়েছে, গত চার দিনে রাজধানী মুম্বাই, ছত্রপতি শম্ভাজিনগর, নাসিক এবং নান্দেডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৯ বাংলাদেশিকে।
বৈধ নথি না থাকার কারণেই মূলত গ্রেপ্তার করা হয়েছে ৪৩ জনকে। এদের কয়েক জনের বিরুদ্ধে ভুয়া নথি তৈরির অভিযোগও রয়েছে। ইতোমধ্যে এই বাংলাদেশিদের আসামি করে ১৯টি মামলা করেছে মহারাষ্ট্র পুলিশের এটিএস।
ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, গত আগস্ট মাসে শেখ হাসিনার ভারতে পলয়ান এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশের হার বাড়ছে বৃদ্ধি পেয়েছে। অনুপ্রবেশকারী এই বাংলাদেশিদের ধরতে গোটা দেশেই অভিযান শুরু করেছে পুলিশ।
এ ধারাবাহিকতায় মহারাষ্ট্রের মতো ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতেও শুরু হয়েছে ধরপাকড়। ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রক্রিয়াও শুরু হয়েছে।
গত ডিসেম্বরের শুরুতে রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে বসবাসকারী অবৈধ অভিবাসী বিষয়ক একটি নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়। তারপর তাদের খুঁজে বের করতে স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ শুরু করেছেন।
দিল্লি পুলিশসূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দিল্লিতে প্রায় ১৭৫ জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।
সূত্র : পিটিআই